নীরব ব্যথা কী?

প্রিয় বন্ধু, আপনি হয়তো জীবনে অনেক চাপা অথবা গোপন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আসলে আমাদের মাঝে অনেকেই আছে যাদের জীবনে অনেক চাপা বা নীরব কষ্ট আছে।যা আমরা কারো সাথে আলোচনা করতে পারি না বরং মনের ভেতর নীরবে বয়ে নিয়ে বেড়াই। যা ধীরে ধীরে আমাদের হতাশার দিকে ঠেলে দেয়। আপনি হয়তো জীবন চলার পথে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়তে পারেন, জীবনের নানা ঘাত প্রতিঘাতে মনে হতে পারে যে আপনার জীবনে দুঃখ ও বেদনা ছাড়া আর কিছু নেই। আপনি হয়তো জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে হতাশায় ডুব  যেতে পারেন।


 জীবনের হাল ছেড়ে দেয়ার ইচ্ছা আপনার জীবনে আসতে পারে। কিন্তু মনে রাখবেন যে হাল ছেড়ে দেয় সে আর কখনো জেগে উঠতে পারে না। আপনি ততখন পর্যন্ত পরাজিত নন যতক্ষণ পর্যন্ত আপনি সকল পরিস্থিতিতে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন কিংবা ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনি তখনই পরাজিত হবেন যখন আপনি মনে মনে হার মেনে নে বেন।


তাই ভয় পাবেন না। হতাশায় ভুগবেন না। কারন হতাশা আপনাকে কিছুই দিতে পারবে না বরং আপনাকে আরও দুর্বল করে ফেলবে। উঠে দাঁড়ান, নিজের জীবনকে ও নিজেকে ভালবাসুন। জীবনের সকল পরিস্থিতির মোকাবেলা করুন, চেষ্টা চালিয়ে যান। স্রষ্টার উপর বিশ্বাস রাখু ন।


তাকে আপনার মনের সকল কথা খুলে বলুন, তার কাছে সাহায্য চান। তিনি আপনাকে সাহায্য করবেন। আপনি জিতবেন। আপনার সকল দুঃখ- কষ্ট ঘুচে যাবে। আপনার সকল নীরব কষ্ট তিনি দেখেন। তিনি আপনার নীরবে সয়ে যাওয়া সকল কষ্টের, সকল হতাশার উপশম করবেন ও আপনাকে শান্তি দেবেন। আপনার জীবনকে সহজ ও সরল করবেন।ষমা করেন।

এই আর্টিকেলটি কি সাহায্যকর ছিল?

Share by: