সুখ কী?

 সুখ হচ্ছে আপনার জীবনের নিশ্চয়তার অনুভূতি। অর্থাৎ আপনি হয়তো জীবনের সুখকে অর্থ, বিত্ত, সম্মান, পরিচিতি, সুনাম ইত্যাদি দিয়ে মাপতে পারেন। কিন্তু ভালো করে একটু চিন্তা করলে দেখবেন যে এইগুলো কিছুই আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না। আপনি জীবনে শান্তি পাবেন না। অর্থ থাকলে চিন্তা থাকবে, অনেক বিত্তশালী লোকেরা স্বেচ্ছাচারী জীবন যাপন করে নিজের জীবন ও শরীর দুটোরই ক্ষতি করেছে। অনেক খ্যাতি পেয়েও অনেক মানুষের জীবন শূন্যই থেকে গেছে।তারা হয়তো অনেক বন্ধু পেয়েছে কিন্তু একজনও সত্যিকারের বন্ধু পায় নি।


 সবাই হয়তো আপনার টাকা কে ভালবেসেছে কিন্তু আপনাকে নয়। তাই এসব থেকে বেরিয়ে এসে প্রকৃত সুখ হল আপনার কাছে যখন আপনার জীবনের মুল্য থাকবে। কারন প্রকৃত সুখ হচ্ছে যখন আপনি সুস্থ থাকেন, যখন আপনি আনন্দে থাকেন, পাপমুক্ত থাকেন, যখন আপনার হৃদয়ে কোন রকম বোঝা থাকে না। আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন আকাশের পাখিদের মত মুক্ত ও স্বাধীন ভাবে উরে বেরাতে পারেন।


 মন খুলে হাসতে পারেন। সেটিই মুলত আপনার জীবনের প্রকৃত সুখ। অনেকে হয়তো মনে করে থাকবেন যে অন্যের মত আপনার অর্থ-বিত্ত, ধন দৌলত নেই, বন্ধু-বান্ধবী নেই, বড় বড় বাড়ি গারী নেই, ব্যাবসা নেই। কিন্তু ভালো করে লক্ষ করে দেখবেন তাদের মত হয়তো আপনার জীবনে দুশ্চিন্তা নেই, রোগ পীরা নেই, মানুষিক অশান্তি নেই। তাই জীবনের সুখকে এসব অলীক বিষয়বস্তু দিয়ে মাপতে যাবেন না। মনে রাখবেন এসবের চেয়েও বড় সুখ হচ্ছে যখন আপনি জানবেন যে কেউ আপনাকে আপনি যেমন ঠিক সেভাবে মেনে নিয়েই আপনাকে  ভালবেসেছে, যখন সত্যকারেই কেউ আপনার জন্য চিন্তা করবেন বা আপনার যত্ন নেবেন। তখনই আপনি প্রকৃত সুখী হতে পারবেন। আর এমন একজন আছেন যিনি আমাদের ভালোবাসেন ও আমাদের জন্য চিন্তা করেন।


িনি নিজের জীবন পর্যন্ত আমাদের পাপের প্রায়শ্চিত্তস্বরূপ উৎসর্গ করেছেন যেন আমরা জীবন পাই। তাই বন্ধু সুখী হাওয়ার জন্য সব থেকে আসল ও গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনে পাপ থেকে মুক্তি লাভ করা এবং সুন্দর সুস্থ হাসি খুশি জীবন যাপনের মাধ্যমে সত্য পথে চলা ও নিজের আত্মাকে রক্ষা করা, যেন বেহেশত বা স্বর্গে যেতে পারেন।

এই আর্টিকেলটি কি সাহায্যকর ছিল?

Share by: