ক্ষমা কি?

বন্ধু, ক্ষমা হচ্ছে একটি মহৎ গুন যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আসলে আমরা হয়তো অনেকে আজও ক্ষমা করতে বা ক্ষমা পেতে শিখতে পারি নি । ক্ষমা হল কারো বিরুদ্ধে কোন নালিশ থাকলে বা কারো বিরুদ্ধে কোন কথা বা অভিযোগ থাকলে সেটা তুলে নেয়া বা মাফ করে দেয়া যেন সে শাস্তি না পা়।


 আসলে আমরা যখন অপরাধ করি তখন আমাদের মনে ভয় থাকে শাস্তি পাওয়ার কিন্তু যদি আমাদের ক্ষমা করে দেয়া হয় তখন আমরা স্বাধীন ভাবে আনন্দে মুক্তভাবে জীবন যাপন করতে পারি তখন আমাদের মনে ভয় বা কষ্ট থাকে না কিংবা শাস্তিও পেতে হয় না। ঠিক তেমনি যদি কেউ আমাদের বিপক্ষে অপরাধ করে তখন আমরা যদি তাকে ক্ষমা করে দেই তাহলে সে শাস্তি থেকে রেহাই পায় ও মুক্ত জীবন পায়। হয়তো তখন সেও আমাদের মত স্বাধীন জীবন পায় ও আর অপরাধ না করার সিদ্ধান্ত গ্রহন করে।


তাই ক্ষমা হচ্ছে এমন একটা বিষয় যা মানুষকে সুসম্পর্ক গড়তে সাহায্য করে, মিলনের ব্যাবস্থা করে এবং শাস্তি থেকে মুক্ত করে। একটু ভেবে দেখুন, পৃথিবীতে সবাই যদি সবাইকে ক্ষমা করে দিত তাহলে মানুষের জীবন তথা এই সমাজ ব্যাবস্থা কতই না সুন্দর হয়ে যেত। মানুষে মানুষে হানাহানি, প্রতিশোধ ও হিংসে অনেক কমে যে ত।


তাই ক্ষমা হল অপরাধীর জন্য একটা সুযোগ যা তাকে পরিবর্তিত হতে সাহায্য করে। যদি আমরা অন্যকে ক্ষমা করি, তাহলে আমরাও ক্ষমা পাবো। আমরা মানুষ হিসেবে স্বভাবতই অনেক সময় অনেক পাপ করে ফেলি। আর একটা সময় পাপের বোঝা এতো ভারী হয়ে যায় যে আমরা মুক্তির পথ হারিয়ে ফেলি। তখন আমাদের জীবনে কঠিন শাস্তি ও ধ্বংসের পথ ছাড়া আর কিছুই খোলা থাকে  না।


কিন্তু আমরা ভাগ্যবান যে আমাদের স্রষ্টা পরম দয়ালু ও স্নেহশীল, তিনি আমাদের এই পাপ থেকে মুক্তির ব্যাবস্থা হিসেবে যীশুকে দিয়েছিলেন যেন আমাদের সকলের পাপের ভার তিনি নিজের কাধে তুলে নিয়ে শাস্তি ভোগ করেন এবং তার এই পবিত্র জীবন উৎসর্গের মাধ্যমে আমরা যারা পাপী তাঁরা পাপের ক্ষমা পেয়ে মুক্তি লাভ করতে পারি। যেন পবিত্র হয়ে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক পুনস্থাপন করতে পারি এবং বেহেশত/স্বর্গে যাওয়ার যোগ্য হতে পারি।


তিনি আমাদের ক্ষমা করলেন, তাই আমরা পাপের শাস্তি থেকে মুক্তি পেয়েছি। এই মুক্তির সুযোগ সকলের জন্য। যে কেউ যীশুর উপর বিশ্বাস করে মন থেকে অনুশোচনা করে এবং ক্ষমা চায় এবং আর পাপ না করার সিদ্ধান্ত নেয় তাকে ঈশ্বর ক্ষমা করে ন।

এই আর্টিকেলটি কি সাহায্যকর ছিল?

Share by: