Connected 4 Him

নীরব ব্যথা কী?


আপনি হয়তো জীবন চলার পথে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়তে পারেন, জীবনের নানা ঘাত প্রতিঘাতে মনে হতে পারে যে আপনার জীবনে দুঃখ ও বেদনা ছাড়া আর কিছু নেই। আপনি হয়তো জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে হতাশায় ডুবে যেতে পারেন। জীবনের হাল ছেড়ে দেয়ার ইচ্ছা আপনার জীবনে আসতে পারে। কিন্তু মনে রাখবেন যে হাল ছেড়ে দেয় সে আর কখনো জেগে উঠতে পারে না। আপনি ততখন পর্যন্ত পরাজিত নন যতক্ষণ পর্যন্ত আপনি সকল পরিস্থিতিতে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন কিংবা ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনি তখনই পরাজিত হবেন যখন আপনি মনে মনে হার মেনে নেবেন। তাই ভয় পাবেন না। হতাশায় ভুগবেন না। কারন হতাশা আপনাকে কিছুই দিতে পারবে না বরং আপনাকে আরও দুর্বল করে ফেলবে।
আরো পড়ুন Read more

সুখ কী?


তাই এসব থেকে বেরিয়ে এসে প্রকৃত সুখ হল আপনার কাছে যখন আপনার জীবনের মুল্য থাকবে। কারন প্রকৃত সুখ হচ্ছে যখন আপনি সুস্থ থাকেন, যখন আপনি আনন্দে থাকেন, পাপমুক্ত থাকেন, যখন আপনার হৃদয়ে কোন রকম বোঝা থাকে না। আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন আকাশের পাখিদের মত মুক্ত ও স্বাধীন ভাবে উরে বেরাতে পারেন। মন খুলে হাসতে পারেন। সেটিই মুলত আপনার জীবনের প্রকৃত সুখ। অনেকে হয়তো মনে করে থাকবেন যে অন্যের মত আপনার অর্থ-বিত্ত, ধন দৌলত নেই, বন্ধু-বান্ধবী নেই, বড় বড় বাড়ি গারী নেই, ব্যাবসা নেই।।।
আরো পড়ুন Read more

কীভাবে কেউ পাপমুক্ত হতে পারে?


আমাদের পাপ কাজ যদি আমরা স্মরণ করতে থাকি তাহলে হয়তো তার তালিকা শেষ হবে না। কারন আমরা মানুষেরা জন্মগত ভাবে পাপী আর আমাদের এই পাপের শাস্তি হল মৃত্যু। কিন্তু মানব জাতির এই সকল পাপ ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যীশু তার নিজের কাধে নিয়ে আমাদের পক্ষে শাস্তি ভোগ করলেন যেন আপনি আমি আমরা সবাই জীবন পাই। তিনি আমাদের এতই ভালবাসলেন যে আমাদের জন্য তিনি ক্রুশে মরলেন যেন আমরা পাপ থেকে মুক্তি পাই ও সত্যের পথে ফিরে আসি ও বেহেশতে ঈশ্বরের কাছে যেতে পারি। হ্যা বন্ধু, আপনি আমি আমরা সকলে পাপ থেকে ক্ষমা পেতে পারি। যীশুর মাধ্যমে আমাদের মত অনেকে জীবনে ক্ষমা লাভ করেছে। প্রয়োজন শুধু তার উপর বিশ্বাস রেখে, তার শিক্ষায় চলার একটি সিদ্ধান্ত নেয়া।
আরো পড়ুন Read more

ক্ষমা কি?


বন্ধু, ক্ষমা হচ্ছে একটি মহৎ গুন যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আসলে আমরা হয়তো অনেকে আজও ক্ষমা করতে বা ক্ষমা পেতে শিখতে পারি নি । ক্ষমা হল কারো বিরুদ্ধে কোন নালিশ থাকলে বা কারো বিরুদ্ধে কোন কথা বা অভিযোগ থাকলে সেটা তুলে নেয়া বা মাফ করে দেয়া যেন সে শাস্তি না পায়।
তাই ক্ষমা হচ্ছে এমন একটা বিষয় যা মানুষকে সুসম্পর্ক গড়তে সাহায্য করে, মিলনের ব্যাবস্থা করে এবং শাস্তি থেকে মুক্ত করে। একটু ভেবে দেখুন, পৃথিবীতে সবাই যদি সবাইকে ক্ষমা করে দিত তাহলে মানুষের জীবন তথা এই সমাজ ব্যাবস্থা কতই না সুন্দর হয়ে যেত। মানুষে মানুষে হানাহানি, প্রতিশোধ ও হিংসে অনেক কমে যেত।
আরো পড়ুন Read more

যীশু কে?


আর ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন ঈসা নবী জগতে আসলেন, মানুষ তাকেও স্বীকার করতে চাইল না। মানুষ কতটা অন্ধ হয়ে গেলো যে ঈশ্বরের বাক্য পরেও তার অর্থ বুঝতে পারল না। তিনি স্পষ্ট বলেছেন , " ধন্য যারা তাকে বিশ্বাস করে, তারা অনন্ত জীবন পাবে, কখনো বিনষ্ট হবে না।" যীশু কিন্তু মানুষ কে অনেক ভালবেসেছেন। মানুষকে পাপের পথ থেকে মন ফিরানোর জন্য অনেক অনেক শিক্ষা আর উপদেশ দিলেন। তার ভেতরে ঐশ্বরিক চরিত্রের বৈশিষ্ট্য ছিল। তিনি কোন পাপ কিংবা রিপুর (এমনকি পারিবারিক বন্ধনেও আবদ্ধ হন নি )।
আরো পড়ুন
Share by: